ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঘূর্ণিঝড় ‘আম্ফান’: পরিপক্ব শস্য দ্রুত কাটার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ১৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঘূর্ণিঝড় ‘আম্ফান’: পরিপক্ব শস্য দ্রুত কাটার পরামর্শ

ঘূর্ণিঝড় ‘আম্ফান’র প্রভাবে ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টির কারণে পরিপক্ব হয়ে ওঠা ফসলের বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।  বোরো ধান, গ্রীষ্মকালীন সবজি, আম, কাঁঠাল, লিচুসহ ফলের ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি। 

এ কারণে কৃষি মন্ত্রণালয় থেকে পরিপক্ব সব শস্য মাঠ থেকে দ্রুত কেটে তা (২০ মে-বুধবার দুপুরের মধ্যে) সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ মে) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঘূর্ণিঝড়টি সবচেয়ে বেশি প্রভাব ফেলবে উপকূলের ২৪টি জেলায়।  এর বাইরে ঢাকা, রাজশাহী, রংপুর বিভাগের বড় অংশে প্রভাব পড়বে।  ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই এসব এলাকায় ভারী বৃষ্টি শুরু এবং  ১২০ থেকে ১৬০ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।  এজন্য যেসব ধান ৮০ শতাংশ পেকেছে, এগুলো দ্রুত সম্ভব কেটে ফেলতে হবে।  যেসব ধান গুদাম ও বাড়িতে নেওয়া সম্ভব হচ্ছে না, সেগুলো মাঠে উঁচুস্থানে নিয়ে ভালো করে ঢেকে রাখতে হবে।

এছাড়া মাঠে সেচ, কীটনাশক, সার দেওয়া বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।  একইসঙ্গে পুকুর ও ঘেরের চারপাশ জাল দিয়ে ঘিরে ফেলতে বলা হয়েছে।  গবাদি পশুকে উঁচু স্থানে রাখতে বলা হয়েছে।

এ বিষয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ঘূর্ণিঝড় আঘাত হানার আগে উপকূলসহ বিভিন্ন এলাকার ফসল কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। এরইমধ্যে হাওর অঞ্চলের বোরো ধান কেটে ফেলা হয়েছে।  আশা করি ঘূর্ণিঝড়ের কারণে ফসলের ক্ষতি হবে না।


ঢাকা/ আসাদ/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়