ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

১৪ হাজার ৬৩৬ আশ্রয়কেন্দ্রে ২৪ লাখ মানুষ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৫, ২০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
১৪ হাজার ৬৩৬ আশ্রয়কেন্দ্রে ২৪ লাখ মানুষ

বাংলাদেশের উপকূলের দিকে ঘূর্ণিঝড় ‘আম্ফান’ ধেয়ে আসায় ২৩ লাখ ৯০ হাজার ৩০৭ মানুষকে ১৪ হাজার ৬৩৬টি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।   একইস‌ঙ্গে পাঁচ লাখ ১৭ হাজার ৪৩২টি গবাদিপশু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বুধবার (২০ মে) দুপুরে ঘূর্ণিঝড় বিষ‌য়ে সর্ব‌শেষ অনলাইন ব্রিফিংয়ে এ তথ‌্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, একটি লোককেও যেন ঝুঁকিপূর্ণ অবস্থানে ছেড়ে না আসা হয়, আমরা সেই নির্দেশ দিয়েছি।

এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে এনডিআরসিসির দায়িত্বে থাকা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী তাসমীন আরা আজমিরী সাংবা‌দিক‌দের জানান, উপকূলীয় এলাকার প্রশাসন ঝুঁকিপূর্ণ লোকজনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসছেন, একইসঙ্গে তারা সেই তথ্যটা আমাদের দিচ্ছেন।  আশ্রয়কেন্দ্রে মানুষ আসার সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।

ঘূর্ণিঝড় আম্ফান বুধবার বিকেল বা সন্ধ্যা নাগাদ বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।


নঈমুদ্দীন/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়