ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনা পরীক্ষার অনুমোদন পেয়েছে যেসব হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ২২ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনা পরীক্ষার অনুমোদন পেয়েছে যেসব হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার

করোনা শনাক্ত করতে নমুনা পরীক্ষার জন্য ১৭টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে অনুমোদন দেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

শুক্রবার (২২ মে) মহাখালীতে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান তিনি।

নাসিমা সুলতানা বলেন, করোনা পরীক্ষার জন্য ১৭টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে অনুমোদন দেওয়া হয়েছে। এসবের মধ্যে ঢাকায় ১৪টি, চট্টগ্রামে দুটি ও বগুড়ায় একটি। ঢাকার হাসপাতালগুলো হলো- এভারকেয়ার হাসপাতাল, স্কয়ার হাসপাতাল, ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স জেনারেল হাসপাতাল। ঢাকার বাইরে বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রাফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল এবং ইম্পেরিয়াল হাসপাতাল। ল্যাবএইড হাসপাতাল ও কেয়ার মেডিক্যাল কলেজ হাসপাতালকেও অনুমতি দেওয়া হয়েছে, তবে তারা এখনো কার্যক্রম শুরু করেনি।

ডায়াগনস্টিক সেন্টার হিসেবে করোনা পরীক্ষার অনুমতি পেয়েছে প্রভা হেলথ ডায়াগনস্টিক বাংলাদেশ লিমিটেড, বায়োমেড ডায়াগনস্টিক, ডিএমএফআর মনিকুলার ল্যাব ডায়াগনস্টিক, ডিএনএ সলিউশন লিমিটেড এবং চট্টগ্রামে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি।



ঢাকা/মামুন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়