ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঈদে স্বজনদের সাক্ষাৎ পাবেন না কারাবন্দিরা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ২২ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঈদে স্বজনদের সাক্ষাৎ পাবেন না কারাবন্দিরা

এবার ঈদে কারাগারে বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না তাদের স্বজনরা। তবে কারাবন্দিরা স্বজনদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে পারবেন।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে এ সিদ্ধান্ত নিয়েছে কারা অধিদপ্তর।

শুক্রবার (২২) রাতে এ বিষয়ে কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুর আলম রাইজিংবিডিকে বলেন, ‘ভাইরাসটির প্রাদুর্ভাব শুরুর পর থেকে সাক্ষাৎ বন্ধ রয়েছে। ঈদে প্রতিবারই স্বজনরা বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করতে পারতেন, তাদের রান্না করা খাবার খাওয়াতে পারতেন। কিন্তু এবার তা হবে না।’

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগে ঈদে প্রতিটি কারাগারের ভেতর খোলা জায়গা বা মাঠে নামাজ আদায় করা হতো। এবার ওয়ার্ডে ওয়ার্ডে নামাজ আদায় করতে হবে। কেন্দ্রীয় কারাগারসহ দেশের ৬৮ কারাগারে প্রায় ৭৬ হাজার বন্দি এভাবে নামাজ আদায় করবেন। ঈদের দিনের জন্য তাদের খাবারের বিশেষ ব্যবস্থা আছে। যা প্রতিটি সেল এবং ওয়ার্ডে পৌঁছে দেওয়া হবে।


ঢাকা/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়