ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

২৩ হাজার পরিবার পেলো বাণিজ্যমন্ত্রীর সহায়তা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪৩, ২৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
২৩ হাজার পরিবার পেলো বাণিজ্যমন্ত্রীর সহায়তা

করোনায় কর্মহীন ও অসহায় পীরগাছা-কাউনিয়ার মানুষের পাশে দাঁড়িয়েছেন বাণিজ্যমন্ত্রী ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য টিপু মুনশি।

শুক্রবার (২১ মে) পীরগাছা-কাউনিয়া উপজেলায় পর্যায়ক্রমে ২৩ হাজার পরিবারকে খাদ্যসহ প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় পণ্য সহায়তা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তার নিজস্ব অর্থায়নে চাল, আটা, আলু, ডাল, তেল, লবণ, সাবান দেওয়া হয়।

এছাড়া, ১০ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

বাণিজ্যমন্ত্রী মোট ১ লাখ ১০ হাজার কেজি চাল, ৪৪ হাজার কেজি আটা, ৬৬ হাজার কেজি আলু, ২২ হাজার লিটার তেল, ৪৪ হাজার কেজি ডাল, ১১ হাজার কেজি লবণ, ২২ হাজার পিস সাবান বিতরণ করেন।

এলাকার মানুষ এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।  

 

ঢাকা/আসাদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়