ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইউএস-বাংলার ঈদ উপহার পেলো ৫ হাজার পরিবার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ২৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ইউএস-বাংলার ঈদ উপহার পেলো ৫ হাজার পরিবার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ পাঁচ হাজারেরও বেশি গরিব ও দুস্থ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে ইউএস-বাংলা গ্রুপ।

শনিবার (২৩ মে) দিনব্যাপী রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া, দিগুলিয়া, কালাদী, খালপাড়, কেন্দুয়া, বিরাব, তারৈলসহ বিভিন্ন ওয়ার্ড এবং পার্শ্ববর্তী গ্রামগুলোতে গরীর, দুস্থ ও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া পাঁচ হাজারের বেশি পরিবারকে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়।

ইউএস-বাংলা গ্রুপের পক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, বিতরণ করা উপহার সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ডাল, সেমাই, চিনি ও অন্যান্য খাদ্যসামগ্রী।

এসময় উপস্থিত ছিলেন, ইউএস-বাংলা এসেটস্'র জেনারেল ম্যানেজার তানজির রহমান তানভীর, কাঞ্চন পৌরসভার মেয়র  রফিকুল ইসলাম প্রমুখ।

গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশ ও ইউএস-বাংলা মেডিকেল কলেজর শিক্ষার্থীরা উপহার সামগ্রী বিতরণে সহযোগিতা করেন।

 

ঢাকা/নূর/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়