ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঈদে উদ্যানে ঢুকতে দেবে না পুলিশ

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ২৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঈদে উদ্যানে ঢুকতে দেবে না পুলিশ

রাজধানীর উদ্যানগুলো এবার আর ঈদের সাজে সাজবে না। থাকবে না মানুষের কোলাহল। উৎসবপ্রেমী মানুষ যেনো উদ‌্যানে প্রবেশ করতে না পারে সেজন্য সশস্ত্র পাহারায় থাকবে পুলিশ।

ইতোমধ্যে এমন নির্দেশনা দিয়ে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের দিন কোনো স্থানে জমায়েত হওয়া যাবে না। অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সেই সাথে সংশ্লিষ্ট থানার ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে উদ‌্যান বন্ধ রাখার জন্য। নগরবাসীকে ঘরে বসে ঈদ উদযাপনের অনুরোধ করেছেন তারা।

শনিবার (২৩ মে) রাতে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান রাইজিংবিডিকে বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যান, রমনা ও শিশু পার্কে ঈদের দিন কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। এ জন্য উদ্যানের প্রবেশ পথসহ চারপাশে পুলিশ মোতায়েন থাকবে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সেগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত আছে অনেক আগে থেকেই। আর শিশু পার্কে নির্মাণ কাজ হওয়ায় সেটি এমনিতেই বন্ধ আছে।’

অন্যদিকে শেরে বাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সী জানান, ‘চন্দ্রিমা উদ্যান এমনিতেই লকডাউনের কারণে বন্ধ আছে। তারপরও ঈদের দিন যেন এখানে কোনভাবে ঈদ উদযাপনের নামে গণ জমায়েত না হয় সেজন্য আমরা প্রস্তুত আছি।’

সিটি করপোরেশনে খোঁজ নিয়ে জানা গেছে, রমনা পার্ক, বলধা গার্ডেন, জাতীয় উদ্ভিদ উদ্যান, চন্দ্রিমা উদ্যান, সোহরাওয়ার্দী উদ্যানে মানুষ ঈদের দিন ভিড় করে। কিন্তু করোনাভাইরাসের কারণে এগুলো বন্ধ রাখা হয়েছে। ঈদের দিনও তা অব্যাহত থাকবে।

শনিবার (২৩ মে) সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা গেছে, প্রবেশ পথগুলোতে পুলিশ সশস্ত্র পাহারায় বসে আছে। কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। রাজু ভাস্কর্যের সামনের প্রধান ফটকে কিছু মানুষ জড়ো হলেও তাদের সরিয়ে দিচ্ছে পুলিশ। পরিস্কার-পরিচ্ছন্ন না করায় ভেতরে ময়লা-আবর্জনাও জমাট বেঁধেছে। অস্বাস্থ্যকর পরিবেশে বিরাজ করছে।

পরিবেশবিদ আবু নাসের বলেন, ‘উদ্যানগুলো ঢাকার ফুসফুস হিসেবে কাজ করে। উদ্ভিদ-বৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি এসব উদ্যান মানুষের বিনোদন ও প্রশান্তির স্থান হিসেবে কাজ করছে। কিছুটা স্বস্তি এবং নির্মল পরিবেশ উপভোগের জন্য অসংখ্য মানুষ উদ্যানগুলোতে ছুটে যান। তবে করোনাভাইরাস আমাদের অনেক কিছু থেকে বঞ্চিত করছে।’

 

ঢাকা/মাকসুদ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়