ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঈদের জামাতে করোনা থেকে মুক্তির বিশেষ দোয়া

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৮, ২৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঈদের জামাতে করোনা থেকে মুক্তির বিশেষ দোয়া

রাজধানীর রায়েরবাগ মুজাহিদ নগর আহসানিয়া কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। ঈদ জামাতে করোনাভাইরাস থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়।

মহামারি করোনাইভাইরাসের কারণে মসজিদে সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করেন।

সোমবার (২৫ মে) সকাল ৯টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ।

মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন সতর্ক থাকতে হবে। পাশাপাশি সরকারের দিকনির্দেশনা পালন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘করোনা থেকে মুক্তি পেতে সবার উচিত আল্লাহর কাছে তওবা করে ক্ষমা প্রার্থনা করা। করোনা থেকে একমাত্র আল্লাহ মুক্তি দিতে পারেন। আল্লাহ ছাড়া আর কোনো উপায় নাই।’

এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া করা হয়।’

এর আগে, সকাল থেকে ঈদগাহে না গিয়ে মসজিদে নামাজে আসার জন্য মাইকিং করা হয়। অসুস্থদের মসজিদে না আসার পরামর্শ দেওয়া হয়। বাড়ি থেকে ওযু করে জায়নামাজ নেওয়ার জন্য বলা হয়। 

নামাজ শুরুর আগে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। মসজিদে হাত ধোয়া, জীবাণুনাশক কক্ষের ব্যবস্থা রাখা হয়।

করোনাভাইরাস থেকে মুক্তি পেতে রাজধানীর রায়েরবাগ, শনিরআখড়া, সাইনবোর্ড, মাতুয়াইলের প্রায় সব মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করা হয়। করোনাইভাইরাস থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


ঢাকা/আসাদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়