ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হাজি মকবুল হোসেনের মৃত্যুতে মন্ত্রীদের শোক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৯, ২৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
হাজি মকবুল হোসেনের মৃত্যুতে মন্ত্রীদের শোক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ধানমন্ডি-মোহাম্মদপুর আসনের সাবেক সংসদ সদস্য হাজি মকবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রীরা।

সোমবার (২৫ মে) বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এই শোক জানান তারা।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, ‘মকবুল হোসেন পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় আওয়ামী লীগের রাজনীতিতে যে শূণ্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়।’

ড. মোমেন মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এছাড়া, শোক প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এক শোক বাণীতে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘মকবুল হোসেন ছিলেন একজন দক্ষ সংগঠক ও গণমানুষের নেতা। সাহসী এই রাজনীতিবিদ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দল ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন । জাতীয় রাজনীতিতে তার অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে ।’

প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মকবুল হোসেন রোববার (২৪ মে) রাতে  ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

ঢাকা/হাসিবুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়