ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনায় যে বয়সের মানুষ বেশি মারা গেছে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৯, ২৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় যে বয়সের মানুষ বেশি মারা গেছে

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ৫২২ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২১ জন। এই ২১ জনের মধ্যে ৫১ থেকে ৬০ বছর বয়সিদের সংখ্যা সবচেয়ে বেশি।

মঙ্গলবার (২৬ মে ) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে  স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন।

নিহতদের বয়সের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৫১ থেকে ৬০ বছর বয়সি সাতজন মারা গেছেন। এরপরেই রয়েছে ৪১ থেকে ৫০ বয়সের লোকজন। গত ২৪ ঘণ্টায় এই বয়সের পাঁচজন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে ৬১ থেকে ৭০ বছরের তিনজন রয়েছেন।

এছাড়া, ১০ বছরের নিচে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ৭৫১ জনে দাঁড়িয়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৪ জন পুরুষ আর সাতজন নারী। এরমধ্যে ১৫ জন ঢাকা বিভাগের। বাকিরা অন্য বিভাগের।


ঢাকা/সাওন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ