ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছেন সেনাবাহিনী’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৭, ২৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছেন সেনাবাহিনী’

কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

মঙ্গলবার (২৬ মে ) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ মন্তব্য করেন তিনি।

নাসিমা সুলতানা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে ওঁৎপ্রোতভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এজন্য তাদের ধন্যবাদ জানায়। স্বাস্থ্য অধিদপ্তরের অনেক হাসপাতাল তৈরিতে তারা সহায়তা করে যাচ্ছেন। ফ্রন্ট লাইন বা সম্মুখযোদ্ধা হিসেবে কোভিড-১৯ মোকাবিলায় তারা কাজ করছেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সেনাবাহিনীর প্রতি।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৫২২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ১৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ৭৫১জনে দাঁড়িয়েছে।


ঢাকা/মামুন/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়