ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জাফরুল্লাহ চৌধুরীর শরীরে প্লাজমা থেরাপি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৫, ২৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
জাফরুল্লাহ চৌধুরীর শরীরে প্লাজমা থেরাপি

করোনা আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে।

বুধবার (২৭ মে) সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৬টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্র নগর হাসপাতালে তাকে নিয়মিত কিডনি ডায়ালাইসিসের পর ‘ও পজিটিভ’ ব্লাড গ্রুপের ২০০ মিলি প্লাজমা দেওয়া হয়।

গত সোমবার ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজেটিভ ধরা পড়ে। এরপর থেকে তিনি আইসোলেশনে রয়েছেন।

করোনা পরীক্ষার জন্য তার প্রতিষ্ঠানের তৈরি করা র‌্যাপিড টেস্টিং কিটে পরীক্ষা করার পর তিনি করোনা আক্রান্ত বলে নিশ্চিত হয়েছেন। তার অসুস্থতার খবরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে খোঁজখবর নেওয়া হয়েছে। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যান্য রাজনৈতিক নেতারা তার খোঁজখবর নিয়েছেন বলে জানা গেছে।


ঢাকা/নূর /সাওন/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়