ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঈদের ছুটি শেষে আবার চালু হলো পার্সেল ট্রেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪০, ২৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঈদের ছুটি শেষে আবার চালু হলো পার্সেল ট্রেন

ঈদুল ফিতরের ছুটিতে চারদিন বন্ধ থাকার পর অভ্যন্তরীণ বিভিন্ন রুটে কৃষিপণ্য পরিবহনে পুনরায় পার্সেল স্পেশাল ট্রেন চলাচল শুরু হয়েছে। ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত ঈদের ছুটিতে পার্সেল স্পেশাল ট্রেন চলাচল বন্ধ ছিল।

বুধবার (২৭ মে) বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগের কন্ট্রোল রুম জানায়, সকাল থেকে এ বিশেষ ট্রেন চলাচল শুরু হয়েছে।

কন্ট্রোল রুম জানায়, সকাল ৭টা ৫০ মিনিটে ময়মনসিংহ থেকে একটি পার্সেল স্পেশাল ট্রেন ঢাকায় আসে এবং সকাল ১১টা নাগাদ কমলাপুর রেলস্টেশন থেকে আরেকটি পার্সেল ট্রেন চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে।

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারি নির্দেশনা অনুসারে বাংলাদেশ রেলওয়ে মালবাহী ট্রেনের পাশাপাশি বিভিন্ন রুটে কৃষকের উৎপাদিত পণ্য পরিবহনের জন্য ১ মে থেকে পার্সেল স্পেশাল ট্রেন চালু করেছে।

বর্তমানে যেসব রুটে পার্সেল ট্রেন চলাচল করছে, সেগুলো হলো- চট্টগ্রাম-সরিষাবাড়ী-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব বাজার-ঢাকা, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন (পঞ্চগড়)-ঢাকা ও খুলনা-চিলাহাটি-খুলনা।

করোনার কারণে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে মালবাহী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।


ঢাকা/হাসান/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়