ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অস্থায়ী আইসোলেশন সেন্টার থেকে আগুনের সূত্রপাত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ২৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
অস্থায়ী আইসোলেশন সেন্টার থেকে আগুনের সূত্রপাত

রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের পাশে করোনা রোগীদের চিকিৎসার জন্য তৈরি করা অস্থায়ী আইসোলেশন সেন্টার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এরপর তা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে।

বুধবার (২৭ মে) রাত সাড়ে ১১টায় ফায়ার সার্ভিসের পরিচালক নিয়াজ আহেমদ ঘটনাস্থল থেকে রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘হাসপাতালের দক্ষিণে আইসোলেশন সেন্টারের অবস্থান। আগুন নিয়ন্ত্রণে আনার পর পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।’

এখানে অগ্নিনির্বাপণের ব্যবস্থা ছিল না কি না? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তা এখন বলতে পারব না। তেমন ব্যবস্থা থাকার কথা না। কেননা, এটি হাসপাতালের বাইরে অস্থায়ী তাঁবু। তদন্তের পর বলা যাবে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিস্তারিত বলতে পারবে।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতালের কারো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় লোকজন জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে অনেককেই সেখান থেকে সরিয়েও নেওয়া হয়। কিন্তু ওই পাঁচজন তাঁবু থেকে বের হতে না পেরে পুড়ে মারা যান। এখানে মাহাবুব নামের একজনকে খুঁজে পাচ্ছেন না তার স্বজনরা। অনেকের স্বজন এসে হাসপাতালের সামনে ভিড় করছেন। ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

বুধবার রাতে ৯টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।  ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ঢাকা/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়