ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনার কারণে ঢাকা ছেড়েছেন দেড় হাজার ভারতীয়

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনার কারণে ঢাকা ছেড়েছেন দেড় হাজার ভারতীয়

করোনাভাইরাসের কারণে কয়েক দফায় বাংলাদেশ থেকে ভারতে ফিরে গেছেন দেশটির প্রায় দেড় হাজার নাগরিক।

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন জানায়, প্রথম ও দ্বিতীয় পর্যায়ে বিশ্বব্যাপী ভারতীয় নাগরিকদের প্রত্যাবাসনের জন্য, ঢাকা থেকে দিল্লি, মুবাই, শ্রীনগর, চেন্নাই ও কলকাতায় ভারতের বিভিন্ন বিমানবন্দরগুলোতে ১০টি বিমান চালানো হয়। এতে প্রায় ১৫০০ ভারতীয় নাগরিককে বাংলাদেশ থেকে ভারতে ফিরিয়ে নেওয়া হয়।

হাইকমিশন জানায়, তৃতীয় ধাপে ঢাকা থেকে দিল্লিতে সীমিত সংখ্যক ফ্লাইট পরিচালনা করা হবে।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে করোনাভাইরাস মহামারির কারণে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে ‘বন্দে ভারত মিশন' নামে বৃহত্তম প্রত্যাবাসন কার্যক্রম শুরু করে। এই কার্যক্রমের আওতায় এসব যাত্রী ফিরে গেছেন।


ঢাকা/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়