ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নির্দিষ্ট স্থান ছাড়া পরিবহনে যাত্রী ওঠানো যাবে না

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ২৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নির্দিষ্ট স্থান ছাড়া পরিবহনে যাত্রী ওঠানো যাবে না

সীমিত পরিসরে গণপরিবহন চলাচলের ওপর ভাড়া নির্ধারণ করা হবে শনিবার (৩০ মে)। সে সঙ্গে গাড়িতে আসনের ওপর ৫০ শতাংশ যাত্রী ওঠানোর প্রস্তাব করা হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম এ প্রস্তাব দেন।

শুক্রবার (২৯ মে) বিকেলে রাজধানীর বনানীতে পরিবহন মালিক ও পরিবহন সংগঠনের নেতাদের সঙ্গে বিআরটিএ কর্তৃপক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়।  বিআরটিএ’র কার্যালয়ে বিকেল ৩টায় বৈঠকটি শুরু হয়।

এতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন।

সচিব বলেন, নির্দিষ্ট স্থান ছাড়া পরিবহনে যাত্রী ওঠানো যাবে না।  মাঝপথে গাড়ি থামানো যাবে না বলে বৈঠকে প্রস্তাব করা হয়েছে।

** গণপরিবহনে ভাড়া নির্ধারণের বৈঠকে শ্রমিক নেতার ক্ষোভ


হাসিবুল/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়