ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ক্রিকেট রেকর্ড থেকে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৪, ৩০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ক্রিকেট রেকর্ড থেকে

প্রতীকি ছবি

ক্রিকেটের অনেক খুঁটিনাটি তথ্য আমাদের অজানা। তেমনই এক রেকর্ডের তথ্য দিব এবার।

আপনি জানেন কি, টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ কতজন ব্যাটসম্যান ডাক মেরেছেন? ভয়ংকর এ রেকর্ডটি তুরস্ক জাতীয় ক্রিকেট দলের দখলে। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে তুরস্কের আট ব্যাটসম্যান সেদিন রানের খাতা খুলতে পারেননি।

হয়তো ভাবছেন, টি-টোয়েন্টি ক্রিকেটের সেই ম্যাচ কি আন্তর্জাতিক স্বীকৃত? হ্যাঁ সেই ম্যাচও আন্তর্জাতিক স্বীকৃত। ক্রিকেট এখন আরও মাত্র ১২টি টেস্ট খেলুড়ে দলের খেলা নয়। আইসিসি ক্রিকেটকে ছড়িয়ে দিতে টি-টোয়েন্টিতে ৮০ দলের র‌্যাংকিং করেছে। গত বছর আইসিসি তার সদস্যদের মধ্যে হওয়া সব টি-টোয়েন্টি ম্যাচকেই আন্তর্জাতিক করেছে। ফলে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন কিংবা পর্তুগাল যে টি-টোয়েন্টি ম্যাচ খেলছে সেগুলো সবই আন্তর্জাতিক স্বীকৃত।

২০১৯ সালে চেক প্রজাতন্ত্র ও তুরস্কের সেই ম্যাচে এক ইনিংসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ডও হয়েছে। আগে ব্যাটিং করে চেক প্রজাতন্ত্রের ৪ উইকেটে ২৭৮ রান করে। যৌথভাবে এটি সর্বোচ্চ রানের রেকর্ড। ওই বছরের ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান ৩ উইকেটে ২৭৮ রান করেছিল।

তুরস্ক সেই ম্যাচে ২১ রানে গুটিয়ে যায়। ২৫৭ রানে জেতে চেক প্রজাতন্ত্র। যা রানের হিসেবে সর্বোচ্চ রানের জয়। তুরস্কের হয়ে সেদিন যে তিন ব্যাটসম্যান রানের খাতা খুলেছিলেন তাদের রান ১২, ৪ ও ১।

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়