ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

'মাস্ক না পরলে জরিমানা'

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৬, ৩০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
'মাস্ক না পরলে জরিমানা'

মাস্ক পরার বিষয়ে আবারও বিশেষ গুরুত্বরোপ করছে স্বাস্থ্য অধিদপ্তর। মাক্স না পরলে জরিমানার সম্মুখীন হতে হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

শনিবার (৩০ মে) দুপুরে মহাখালী থেকে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান তিনি।

নাসিমা সুলতানা বলেন, আপনার সুরক্ষা আপনার হাতে। আপনি যখন কাজে বের হবেন অবশ্যই নিজেকে সুরক্ষিত করে বের হবেন। মাস্ক পরা অত্যাবশক। মাস্ক না পরলে অনেক ক্ষেত্রে জরিমানার সম্মুখীন হতে পারেন। কাজেই নিজেকে সুরক্ষিত রাখবেন, মাস্ক পরবেন।

তিনি বলেন, বারবার সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধোবেন। অফিস, কর্মস্থল যেখানেই যান না কেন সামাজিক দূরত্ব বজায় রাখবেন।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬১০ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৭৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৬০৮ দাঁড়িয়েছে।

 

ঢাকা/মামুন/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়