ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গণপরিবহনে কড়াকড়ি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ৩০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গণপরিবহনে কড়াকড়ি

গণপরিবহনে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব না মানা হলে কঠোর পদক্ষেপ নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিয়মের ব্যত্যয় হলে সংশ্লিষ্ট গণপরিবহন বা যাত্রীকে আইনের আওতায় আনা হবে।

শনিবার (৩০ মে) এমন বার্তা দিয়ে ভিডিও প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর।

মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাজধানীর ট্রাফিক বিভাগকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাস স্টপেজ, মোড়, সিগন্যাল, গণপরিবহনের দিকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে। অতিরিক্ত যাত্রী থাকলেই ওই গণপরিবহন থামিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে পরিবহন আইন প্রয়োগ করা হবে। মাস্ক ছাড়া কোনো যাত্রী যেন গণপরিবহনে না ওঠেন তা নিশ্চিত করতে বলা হয়েছে।

যাত্রীরা স্বাস্থ্যবিধি না মেনে গণপরিবহনে উঠলে প্রয়োজনে সংক্রমণ ব্যাধি আইনে তার বিরুদ্ধে মামলা করা হবে। ঢাকা জেলার বাস, মিনিবাসসহ আন্তঃজেলায় চলাচলকারী সব বাসের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে।

ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক রাইজিংবিডিকে বলেছন, ‘সড়কে শৃঙ্খলা রক্ষার সঙ্গে গণপরিববহনগুলোতে বিশেষ নজর রাখতে বলা হয়েছে। টার্মিনালগুলোতে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়েছে।’

রাইজিংবিডির প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি না মানলে পরিবহন এবং সংক্রামক ব্যাধি আইনে মামলা করা হবে। এজন্য সবাইকে সহযোগিতা করার অনুরোধ করছি।’ 

শনিবার রাজধানীর টার্মিনাল ঘুরে দেখা গেছে, সেখানে পুরোদমে চলছে ধোয়া-মোছার কাজ। অনেক দিন পড়ে থাকা বাসগুলোতে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।

কমলাপুর টিটিপাড়া এলাকায় স্টার লাইনের কর্মী শাহনেওয়াজ বলেন, ‘বাস অনেক দিন পড়ে ছিল। এগুলো রাস্তায় চালানোর জন্য প্রস্তুত করছি।’

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক ইউনিয়নের মহাসচিব এনায়েত উল্লাহ রাইজিংবিডিকে বলেন, ‘প্রতিটি মালিক এবং শ্রমিককে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। বাসে পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার রাখতে বলা হয়েছে। রাস্তার বের হওয়ার আগে জীবাণুনাশক ছিটানো ও এক সিট ছেড়ে যাত্রী বসানো নিশ্চিত করা হবে। টার্মিনালগুলোতে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।’ 


ঢাকা/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়