ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

‘স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে’

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, করোনা পরিস্থিতির এই জাতীয় সংকটের সময়ে সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে স্বাস্থ্যবিধি বজায় রেখে সুষ্ঠুভাবে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে হবে।

রোববার (৩১ মে) সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় সভার বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে এ বিভাগের বিভিন্ন দপ্তর সংস্থা অত্যন্ত সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আমাদের অগ্রসর হতে হবে। সমবায়ের উৎপাদিত পণ্য নগদ বা অনলাইন মাধ্যম ব্যবহার করে বিক্রির ব্যবস্থা করতে হবে।  দেশকে বাঁচাতে হবে, জাতিকে বাচাঁতে হবে।

মতবিনিময় সভায় অংশ নেওয়া বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানরা তাদের দপ্তরের  বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নেওয়া কার্যক্রম এবং অগ্রগতির বিষয় প্রতিমন্ত্রীকে অবহিত করেন।


ঢাকা/ আসাদ/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়