ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

করোনায় মৃত নার্সের ছেলেকে সঞ্চয়পত্র দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় মৃত নার্সের ছেলেকে সঞ্চয়পত্র দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুহুল আমিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রুহুল আমিনের ছেলের লেখাপড়ার খরচ চালানোর জন্য ব্যক্তিগত তহবিল থেকে ২ লাখ টাকার সঞ্চয়পত্র কিনে দেবেন পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার (১ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ‌্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এ অর্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ‌্যান্ড কলেজে সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত মো. রাজিমন হাসান আলিফের লেখাপড়ার জন‌্য ব‌্যয় হবে। সঞ্চয়পত্র তার মায়ের (রুহুল আমিনের স্ত্রী) নামের কিনে দেওয়া হবে।

রাজিমন হাসানের পরিবারের আর্থিক সংকট লাঘবে বেতন মওকুফ ও অন্যান্য আর্থিক সুবিধা দিতে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ‌্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতিকে একটি ডিও লেটার পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।


ঢাকা/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়