ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আয় কমলেও স্বাস্থ্যঝুঁকি এড়ানোকে প্রাধান্য দিচ্ছে রেল

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আয় কমলেও স্বাস্থ্যঝুঁকি এড়ানোকে প্রাধান্য দিচ্ছে রেল

ট্রেনে দূরত্ব মেনে আসনে বসেছেন যাত্রীরা- শাহীন ভুঁইয়া

করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকির কারণে বর্তমানে অর্ধেক যাত্রী নিয়েই চলাচল করছে দেশের ট্রেন।  ৯৮৬ যাত্রী ধারণক্ষমতার ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে অর্ধেক।  ট্রেন পরিচালনার সব ব্যয় হলেও এতে অর্ধেক ভাড়া পাচ্ছে রেলওয়ে।

সংশ্লিষ্টরা বলছেন, আপাতত রেলের পূর্ণ আয়ের থেকে স্বাস্থ্যঝুঁকি এড়ানোকে প্রাধান্য দেওয়া হচ্ছে।

এ বিষয়ে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন রাইজিংবিডিকে বলেন, আমরা আগামী ১৫ দিন এভাবেই ট্রেন পরিচালনা করবো।  দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বাস্থ্যগত সুরক্ষার বিষয়টি মাথায় রেখে গণপরিবহন চলার অনুমতি দিয়েছে সরকার।  এই সময়ে অর্ধেক যাত্রী নিয়েই সব ট্রেন পরিচালিত হবে।

সোমবার (০১ জুন) ঢাকাসহ সারাদেশে আট জোড়া ট্রেন চলাচল করছে।  এসব ট্রেনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করছে।  এদিন দুপুরে কমলাপুর স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া বনলতা এক্সপ্রেস ট্রেনও অর্ধেক যাত্রী নিয়ে ছেড়ে গেছে।

জানা গেছে, ‘বনলতা এক্সপ্রেস’র যাত্রী ধারণক্ষমতা ৯৮৬ জন। তবে সামাজিক দূরত্ব রক্ষায় এর অর্ধেক অর্থাৎ ৪৯৩টি টিকিট বিক্রির জন্য ছাড়া হয় অনলাইনে। চট্টগ্রাম-ঢাকা পথে ‘সুবর্ণ এক্সপ্রেস’র ৯০৮ আসনের ট্রেনের ৪৫৪টি টিকিট বিক্রি করছে রেল।  খুলনা-ঢাকা রুটের ‘চিত্রা এক্সপ্রেস’র ৮৮২ আসনে বিক্রি হচ্ছে ৪৪১টি আসনের টিকিট। এছাড়া সিলেট-ঢাকার ‘কালনী এক্সপ্রেস’র ২৭৬ আসনের প্রায় অর্ধেক ১৪৩টি টিকিট বিক্রি করছে রেল।

এছাড়া দ্বিতীয় দফায় বুধবার (০৩ জুন) থেকে আরও ১১ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করবে।  এসব ট্রেনেরও অর্ধেক টিকিট বিক্রি করবে রেল।


ঢাকা/হাসান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়