ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

করোনায় আক্রান্তদের তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় আক্রান্তদের তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

করোনাভাইরাসে আক্রান্ত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিনের তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সোমবার (১ জুন) অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকগণ
করোনায় আক্রান্ত হলে তাদের প্রতিদিনের তথ‌্য পাঠাতে হবে। এসব তথ‌্যের মধ্যে থাকবে—কর্মকর্তা-কর্মচারী-শিক্ষকদের নাম, পদবি, মোবাইল নম্বর, করোনা শনাক্তের তারিখ, বর্তমান অবস্থা প্রভৃতি।

বিভাগীয় উপ-পরিচালকদেরকে প্রতিদিন বেলা ২টার মধ্যে আগের দিন দুপুর ১২টা থেকে রিপোর্টিং দিনের দুপুর ১২টার তথ্য পাঠাতে হবে।

[email protected], [email protected],[email protected] এসব মেইলে তথ‌্য পাঠাতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন প্রতিষ্ঠানের করোনা আক্রান্ত কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের তথ্য প্রতিদিন ওয়েবসাইটে প্রকাশ করা হবে।


ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়