ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনায় পিএসসির ১৩ পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় পিএসসির ১৩ পরীক্ষা স্থগিত

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ক্যাডার ও নন-ক্যাডারের ১৩টি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘করোনা সংকটের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই পরীক্ষা নেওয়া হবে। তার আগে সম্ভব হচ্ছে না। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তাও বলা যাচ্ছে না। তাই এখন অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।’

৩৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগ করা হয়েছে। দ্বিতীয় দফায় করোনা সংকট মোকাবিলায় ২ হাজার চিকিৎসক ও ৫ হাজার নার্স নিয়োগ দেয় পিএসসি। বর্তমানে আরো তিনটি বিসিএস পরীক্ষার কার্যক্রম নিয়ে এগোচ্ছে পিএসসি। এগুলো হচ্ছে- ৩৮, ৪০ ও ৪১তম বিসিএস। ৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হয়েছে। ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। সামনে রয়েছে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা।



ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়