ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এক মাসে সমাজসেবা অধিদপ্তরের ১৬ জন করোনায় আক্রান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
এক মাসে সমাজসেবা অধিদপ্তরের ১৬ জন করোনায় আক্রান্ত

পেশাগত দায়িত্ব পালনের সময় গত এক মাসে করোনায় আক্রান্ত হয়েছেন সমাজসেবা অধিদপ্তরের ১৬ জন কর্মকর্তা-কর্মচারী।  এর মধ্যে অধিদপ্তরের ৬ জন সমাজসেবা অফিসার রয়েছেন।  এছাড়া ৪ জন রয়েছেন নারী কর্মকর্তা।

অধিদপ্তরের উপ-পরিচালক সাজ্জাদুল ইসলাম জানান, আক্রান্তদের সবাই মাঠপর্যায়ে করোনা দুর্যোগ মোকাবিলায় মানবিক সহায়তা কার্যক্রম, দুস্থ ব্যক্তিদের সেবা দেওয়া ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে কাজ করছিলেন।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্তদের শারীরিক অবস্থার বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম সবসময় খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয়  নির্দেশনা দিয়ে যাচ্ছেন। এছাড়া করোনায় আক্রান্ত কোনো কর্মকর্তা-কর্মচারী যেকোনো প্রয়োজনে মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ৩১ মে অধিদপ্তরের ২ জনের করোনা শনাক্ত হয়। তারা দুজনেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে আক্রান্ত ১৬ জনের মধ্যে ২ জন এরইমধ্যে সুস্থ হয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে করোনা আক্রান্ত হওয়া ৪ নারী কর্মকর্তাও মানবিক সহায়তা বিতরণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন, দুস্থ ব্যক্তিদের সেবা দেওয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন।

 

ঢাকা/হাসান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়