ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বর্ধিত বাসভাড়া প্রত্যাহার দাবি বাম ঐক্যফ্রন্টের

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বর্ধিত বাসভাড়া প্রত্যাহার দাবি বাম ঐক্যফ্রন্টের

বর্ধিত বাসভাড়া প্রত্যাহারের দাবি জানিয়েছে বাম ঐক্যফ্রন্ট।  একই সঙ্গে দুর্যোগের দায় যাত্রীরা বহন করবে না বলেও উল্লেখ করেছে সংগঠনটি।

মঙ্গলবার (০২ জুন) বাম ঐক্যফ্রন্টের সমন্বয়ক, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দীন আহম্মদ নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মাহবুব) এর আহ্বায়ক সন্তোষ গুপ্ত, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক সরওয়ার মুর্শেদ এবং কমিউনিস্ট ইউনিয়নের আহ্বায়ক ইমাম গাজ্জালী এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন।

বিবৃতিতে নেতারা বলেন, দুর্যোগের দায় যাত্রীদের ওপর চাপিয়ে দিয়ে সরকার প্রমাণ করেছে, তারা মালিকপক্ষের স্বার্থে কাজ করছে।  একই সঙ্গে সরকার তার গণবিরোধী স্বরূপ ফের উন্মোচন করে দিয়েছে।  নেতারা ৬০ শতাংশ বর্ধিত বাসভাড়া প্রত্যাহার ও ফের লকডাউন ঘোষণার দাবি জানান। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় বেসরকারি হাসপাতাল রিকুইজিশন করে করোনা চিকিৎসা প্রসারিত করারও দাবি জানানো হয়।

তারা বলেন, যখন কোভিড-১৯ ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে, তখনই লকডাউন তুলে দিয়ে সরকার দেশবাসীকে চরম স্বাস্থ্যঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে।

এ অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নেতারা।


ঢাকা /হাসনাত/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়