ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘টেলিযোগাযোগ সেবায় কর বাড়ানোর সিদ্ধান্ত হবে আত্মঘাতী’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘টেলিযোগাযোগ সেবায় কর বাড়ানোর সিদ্ধান্ত হবে আত্মঘাতী’

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ‌্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেছেন, টেলিযোগাযোগ সেবার কর বৃদ্ধির সিদ্ধান্ত হবে আত্মঘাতীমূলক। কারণ দেশে এখনো ৫০ শতাংশ নাগরিক টেলিযোগাযোগ সেবার বাইরে রয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ‌্যাসোসিয়েশনের সভাপতি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মহিউদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমানে করোনা মহামারি থাকায় ঘরে বসে যেখানে স্বাস্থ্য অধিদপ্তর ও সরকার অনলাইন সেবায় কার্যক্রম পরিচালনা করতে বলছে সে সময় এই খাতে কর বৃদ্ধি একটি দ্বিমুখী নীতি।’

তিনি বলেন, ‘বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীরা ভাইবার, ফেসবুক, টুইটারসহ বিভিন্ন মাধ্যমে কথা বলছে। এই সব অপারেটরদের সঙ্গে সরকারের কোনো চুক্তি না থাকায় সরকার বিপুল অঙ্কের রাজস্ব হারিয়েছে। আগামীতে কর বৃদ্ধি হলে এই সব মাধ্যমের ব্যবহারও বৃদ্ধি পাবে। এতে করে সরকারও বিপুল পরিমাণ রাজস্ব হারাবে।’

তিনি বলেন, ‘সরকারের উচিত হবে কর না বাড়িয়ে নতুন করে করের আওতা বাড়ানো।’

মুঠোফোন গ্রাহক অ‌্যাসোসিয়েশনের পরামর্শ, কর হার কমিয়ে দেশের সেবাদানকারী অপারেটরদের এ, বি ও সি এই তিন ক্যাটাগররিতে ভাগ করে রাজস্ব আদায়ের ব্যবস্থা নেওয়ার। না হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিটক। অন্যদিকে গ্রাহকরাও সাশ্রয়ী মূল্যের সেবা থেকে বঞ্চিত হবে।

 

ঢাকা/ইয়ামিন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়