ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জুমআর বয়ানে ক‌রোনা ও ডেঙ্গু বিষয়ে স‌চেতন হওয়ার আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৩, ৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
জুমআর বয়ানে ক‌রোনা ও ডেঙ্গু বিষয়ে স‌চেতন হওয়ার আহ্বান

মহামারি ক‌রোনার পাশাপা‌শি ডেঙ্গুর বিষ‌য়ে স‌চেতন হওয়ার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।  

শুক্রবার (৫ জুন) জুমআর বয়ানে মুসল্লিদেরে এই আহ্বান জানান।তিনি।

মাওলানা মিজানুর রহমান বলেন, করোনায় প্রতিদিন আক্রান্তদের সংখ‌্যা বাড়ছে।  এজন‌্য আমাদের অসচেতনতাই দায়ী।  এ অবস্থায় নিজে বাঁচতে হলে, অন‌্যদের বাঁচাতে হলে আমাদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে থাকতে হবে।  সব সময় মাস্ক পড়াসহ পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। জমায়েত এড়িয়ে নিরাপদে চলতে হবে।  শিশু-কিশোর, অসুস্থদের ঘরে থাকতে হবে।  তাদের মসজিদে আসার দরকার নেই।  বাড়িতে নামাজ পড়বেন। ইসলামী নির্দেশনা, সরকারের বিধি-নিষেধ  কঠোরভাবে মেনে চলতে হবে।

করোনার সঙ্গে ডেঙ্গু প্রাদুর্ভাবে উদ্বেগ প্রকাশ করে মুফতি মিজান বলেন, বর্ষা মৌসুম শুরু হচ্ছে।  করোনার পাশাপাশি ডেঙ্গু যাতে ছড়াতে না পারে এজন‌্য আমাদের সতর্ক থাকতে হবে।  বাড়ির চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।  পরিস্কার পরিচ্ছন্নতা ইমানের অংশও।

তিনি সবাইকে করোনা সংক্রমণ ও ডেঙ্গু থেকে রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।


নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়