ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সরকারি সহায়তা পেয়েছে দেড় কোটি পরিবার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ৬ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সরকারি সহায়তা পেয়েছে দেড় কোটি পরিবার

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে বিভিন্ন কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। এ পর্যন্ত সারা দেশে প্রায় দেড় কোটি পরিবারকে সরকারি ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।

শনিবার (৬ জুন) এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, ৬৪ জেলা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত সারা দেশে চাল বরাদ্দ দেওয়া হয়েছে ২ লাখ ১ হাজার ৪১৭ মেট্রিক টন। বিতরণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮৯৮ মেট্রিক টন চাল। চাল পেয়েছে ১ কোটি ৪৫ লাখ ৭ হাজার ৯৮৫টি পরিবার। উপকারভোগী মানুষ ৬ কোটি ৪৪ লাখ ৬৭ হাজার ৬৩৩ জন।

নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ১১৬ কোটির বেশি। সাধারণ ত্রাণ বাবদ নগদ বরাদ্দ দেওয়া হয়েছে ৯১ কোটি ১৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা। বিতরণ করা হয়েছে ৭৬ কোটি ৩৭ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকা। টাকা পেয়েছে ৮৬ লাখ ৫০ হাজার ৪৪৯টি পরিবার। উপকারভোগী মানুষ ৩ কোটি ৮৬ লাখ ৫৭ হাজার ৮১৪ জন।

শিশুখাদ‌্যের জন‌্য বরাদ্দ দেওয়া হয়েছে ২৫ কোটি ৫৪ লাখ টাকা। এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২০ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ৬৬৭ টাকা। উপকারভোগী পরিবার সংখ্যা ৬ লাখ ৫০ হাজার ৫০৯টি এবং উপকারভোগী মানুষ সংখ্যা ১৩ লাখ ৬১ হাজার ৮৭৯ জন।



ঢাকা/পারভেজ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়