ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

আয়কর বিভাগের ৫ কর্মকর্তা আক্রান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ৬ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আয়কর বিভাগের ৫ কর্মকর্তা আক্রান্ত

যুগ্ম কর কমিশনার ও উপ-কর কমিশনারসহ আয়কর বিভাগের পাঁচ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে এক যুগ্ম কর কমিশনার, এক উপকর কমিশনার, এক সহকারী কর কমিশনার ও দুজন কর পরিদর্শক।  এছাড়া কয়েকজন করোনা উপসর্গ নিয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন।

শনিবার (৬ জুন) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এনবিআর সূত্রে জানা যায়, যুগ্ম কর কমিশনার মেয়েসহ করোনা আক্রান্ত হয়েছেন।  তিনি কর অঞ্চল-৯ এ কর্মরত। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  এছাড়া একই কর অঞ্চলের একজন সহকারী কর কমিশনার (এসিটি) করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।  নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়েছে।

এর আগে কর অঞ্চল-৩ এর একজন উপকর কমিশনার সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন।  এদিকে আয়কর বিভাগে আরো দুজন কর পরিদর্শক করোনায় আক্রান্ত হয়েছেন।  যারা কর অঞ্চল-৪ কর অঞ্চল-১৫ এ কর্মরত।



এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়