ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তামাকের ওপর কর বাড়াতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ১০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
তামাকের ওপর কর বাড়াতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস‌্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ধূমপান, জর্দা, গুল ও সাদাপাতা সেবন ফুসফুস ও শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দুর্বল করে দেয়।  কোভিড-১৯ সংক্রমণের কারণে আমরা যে দুঃসময়ে পার করছি সে সময় ব্যবহারকারীকে তামাক ব্যবহার থেকে বিরত রাখার জন্য এসব পণ্যের দাম বাড়িয়ে এবং এই পণ্য যেন সহজে সবখানে যেন পাওয়া না যায়, এই উদ্যোগ নিতে হবে।

বুধবার (১০ জুন) উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা (উবিনীগ) ও তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) আয়োজিত ‘তামাকের ক্ষতি ও কর সংলাপঃ ২’ এর ফেসবুক লাইভ অনুষ্ঠানে এই বাজেট অধিবেশনে তামাক পণ্যের ওপর কর বাড়ানোর প্রস্তাবের সমর্থনে রুমিন ফারহানা এ কথা বলেন।

তিনি বলেন, ‘তামাক কোনো নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নয়।  যদি আইনে সেটা থাকে তাহলে তা সংশোধন করার উদ্যোগ নিতে হবে।  দেশে করোনাভাইরাসের ঝুঁকি মোকাবিলায় একমাত্র পথ হচ্ছে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।  নিজের শরীর সুস্থ রাখা, বিশেষ করে ফুসফুস ও শ্বাসযন্ত্রের ক্ষতি হয় এমন কিছু সেবন থেকে বিরত থাকা।’

এ সময় আরও বক্তব‌্য রাখেন তাবিনাজের সমন্বয়ক সাইদা আখতার, উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আক্তার প্রমুখ।


ঢাকা/নূর/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়