ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে শঙ্কিত চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ১৬ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে শঙ্কিত চিকিৎসকরা

করোনা থেকে মুক্তি পেলেও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী কষ্ট পাচ্ছেন নিউমোনিয়ায়।  তাই তার শারীরিক অবস্থা নিয়ে কিছুটা চিন্তায় পড়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (১৬ জুন) গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজের অধ্যাপক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তফী জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের অবস্থা আজকে কিছুটা চিন্তাযুক্ত। তার নিউমোনিয়া বেড়েছে। অবস্থা বিবেচনায় নতুন করে অ‌্যান্টিবায়োটিক দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

মামুন মোস্তাফী জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরী সবার দোয়া চেয়েছেন যেন আল্লাহতালা তাকে এবং তার পরিবারের সদস্যদের দ্রুত সুস্থতা দান করেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে নিজের প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফী এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ এর সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।


ঢাকা/সাওন/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়