ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জুম অ্যাপে কর্মকর্তাদের নির্দেশনা দেবে জনপ্রশাসন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ১৭ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
জুম অ্যাপে কর্মকর্তাদের নির্দেশনা দেবে জনপ্রশাসন

করোনাভাইরাস পরিস্থিতিতে জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল পদ্ধতিতে সভা করে কর্মকর্তাদের দিক নির্দেশনা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়।  এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও তার অধিনস্ত দপ্তরগুলোর কর্মকর্তাদের জুম অ্যাপ ডাউনলোড করার নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

বুধবার (১৭ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ‘করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে কর্মকর্তাদের সঙ্গে জুম অ্যাপের মাধ্যমে সচিব ভার্চুয়াল সভাসহ অন্যান্য বিষয়ে দিক নির্দেশনা দেবেন।  এ কারণে প্রত্যেক কর্মকর্তাকে জরুরিভিত্তিতে তার স্মার্টফোন/ট্যাব/ল্যাপটপে জুম অ্যাপ ডাউনলোড/আপডেট করে প্রস্তুত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

করোনাভাইরাসের সংক্রমণরোধে এই পরিস্থিতিতে মন্ত্রিপরিষদ বিভাগ জরুরি ও অত্যাবশকীয় ক্ষেত্র ছাড়া সব সভা ভার্চুয়াল উপস্থিতিতে আয়োজন করার নির্দেশনা দিয়েছে।  সে নির্দেশনা অনুযায়ী এখন সভার অন্যতম অনলাইন মাধ্যমে পরিণত হয়েছে জুম।  জুমের মাধ্যমে এখন বেশিরভাগ সরকারি বেসরকারি অফিস সভা করছে।

তারই ধারাবাহিকতায় জনপ্রশাসন মন্ত্রণালয়ও এ পদ্ধতিতে সভা-দিক নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।


নঈমুদ্দীন/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়