ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঢাবিতে ফের শুরু হচ্ছে কোভিড-১৯ পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ২২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঢাবিতে ফের শুরু হচ্ছে কোভিড-১৯ পরীক্ষা

কিছুদিন বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ফের কোভিড-১৯ পরীক্ষার কার্যক্রম শুরু হওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

সোমবার (২২ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইনে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান তিনি।

নাসিমা সুলতানা বলেন, ৬২টি পরীক্ষাগারে কোভিড-১৯ পরীক্ষার কার্যক্রম চলছে। সাময়িকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাগারটি বন্ধ ছিল। তবে পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কার্যক্রম শুরু হবে।  তাহলে আমাদের পরীক্ষাগার দাঁড়াবে ৬৩টি।

গত ২৭ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষা কার্যক্রম শুরু করবে।  কিছুদিন পরীক্ষা কার্যক্রম চালানোর পর ৩ জুন থেকে বিশেষ কারণ দেখিয়ে করোনা পরীক্ষার কার্যক্রম বন্ধ করে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৫০২ জনে।  একই সময়ে নতুন করে আরও ৩ হাজার ৪৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।  এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জনে দাঁড়িয়েছে।


ঢাকা/মামুন/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়