ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘বাবা, আমার বুকে আয়’

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৯, ২৯ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘বাবা, আমার বুকে আয়’

বাবা-ছেলে মুন্সীগঞ্জের কাঠপট্টি বাজারে হার্ডওয়‌্যারের ব্যবসা করতেন। দোকানের মালপত্র নিতে নবাবপুরে আসছিলেন ছেলে শিপলু। বাবা শরীফ দোকানেই ছিলেন। লঞ্চডুবির খবর পেয়ে মিটফোর্ড হাসপাতালে এসে ছেলের লাশ দেখতে পান তিনি। মৃত ছেলেকে বার বার ডাকছেন, ‘বাবা, আমার বুকে আয়।’

শরীফ বলেন, ‘যখনই লঞ্চ ডোবার কথা শুনছি, তখনই আমার মন ছুয়ে গেছে, আমার ছেলে আর নেই। বাবা হয়ে কী করে তার লাশ কাঁধে নেব। বাড়িতে গিয়ে কী বলব। নাতনিটা কাকে বাবা বলে ডাকবে।’

দুই ভাইয়ের মধ্যে শিপলু বড়। তার ছোট ভাই সিঙ্গাপুরে থাকে। বাবা-মা, স্ত্রী-সন্তান নিয়ে মুন্সীগঞ্জের রিকারিবাজারে বসবাস তাদের। দেড় বছর আগে বিয়ে করেন শিপলু। তার নয় মাস বয়সী একটা মেয়ে আছে।

** ডাক্তার দেখাতে এসে লাশ হলেন একই পরিবারের ৩ জন

** বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

**বুড়িগঙ্গা পাড়ে কান্না

**বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ময়ূর-২ আটক

**লঞ্চডুবি: নারায়ণগঞ্জ থেকে আসছে উদ্ধারকারী জাহাজ

**বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় নিহত বেড়ে ৩০

**বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ১৫ জনের লাশ উদ্ধার

**অর্ধশতাধিক যাত্রী নিয়ে বুড়িগঙ্গায় লঞ্চডুবি




ঢাকা/মামুন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়