ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ওয়ারী লকডাউন করতে সিটি করপোরেশনে চিঠি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ২৯ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ওয়ারী লকডাউন করতে সিটি করপোরেশনে চিঠি

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ওয়ারী এলাকাকে রেড জোন হিসাবে লকডাউন করতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। 

সোমবার (২৯ জুন) বিকেলে এ চিঠি ডিএসসিসির প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়।

রাতে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসসিসি’র প্রধান নির্বাহী শাহ মো. এমদাদুল হক।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ২২ জুন স্বাস্থ্য অধিদপ্তরের কারিগরি কমিটির বৈঠকে ওয়ারী এলাকাকে লকডাউন করার সিদ্ধান্ত হয়।  করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের আওতাভুক্ত টিপু সুলতান রোড, জাহাঙ্গীর রোড, জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন আউটার রোড হিসাবে এবং লালমিনি রোড, হরে রোড, ওয়ার রোড, রানকিন রোড এবং নওয়াব রোড ইনার রোড হিসাবে লকডাউন করতে বলা হয়।

এদিকে ডিএসসিসি সূত্র জানিয়েছে, চিঠি পাওয়ার পর করণীয় নির্ধারণে মঙ্গলবার (৩০ জুন) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।  সেখানে লকডাউন বাস্তবায়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
 




ঢাকা/নূর/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়