ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ভোলার জেলা জজ মাহমুদুল হক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ভোলার জেলা জজ মাহমুদুল হক

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন করোনায় আক্রান্ত ভোলার জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হক।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি এখন ১৪ দিন হোম কোয়ারেন্টানে থাকবেন।

গত ৩০ জুন (মঙ্গলবার) তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।

ভোলার জেলা জজ সুস্থ হয়ে বাড়ি ফেরায় আইনমন্ত্রী আনিসুল হক সন্তুষ্টি প্রকাশ করে বলেন, তার মতো করোনাভাইরাসে আক্রান্ত অন্যসব বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী এই ভাইরাসকে পরাজিত করে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন এবং তারা আবারও নিজ নিজ কর্মে ফিরে গিয়ে জনগণের সেবায় আত্মনিয়োগ করবেন, ইনশাল্লাহ।

ভোলার জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হক করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ আক্রান্ত হয়ে ভোলায়  বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু গত ২১ জুন তীব্র শ্বাসকষ্ট অনুভব করায় আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে তাকে  বিমান বাহিনীর হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড সেন্টারে স্থানান্তর করা হয়।

ভোলার জেলা জজ ইউনিভার্সেল হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট ডা. মোহাম্মদ আব্দুল হান্নান, ডা. মেহেদী হাসান এবং বক্ষব্যধি বিশেষজ্ঞ ডা. গৌতম সেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।


রাই‌জিং‌বি‌ডি/নঈমুদ্দীন/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়