ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সুমনের বক্তব্য অসংলগ্ন: তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সুমনের বক্তব্য অসংলগ্ন: তদন্ত কমিটি

বুড়িগঙ্গায় লঞ্চডুবির ১৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার হওয়া সুমন বেপারীর বক্তব্যকে অসংলগ্ন বলে মন্তব্য করেছে নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।

বৃহস্পতিবার (২ জুলাই) তদন্ত কমিটির প্রধান নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রফিকুল ইসলাম বলেন, বুধবার সুমনের সঙ্গে মোবাইলে কথা হয়।  সুমনের বক্তব্য কমপক্ষে ৩০ মিনিট ধরে রেকর্ড করা হয়েছে।  সুমনের কথা অনুযায়ী তিনি লঞ্চে ঘুমিয়ে ছিলেন।  ডুবে যাওয়ার বিষয়টি তার মনে পড়ছে না।  উদ্ধারের পর সবকিছু জানতে পারেন।

তিনি বলেন, সুমন বলেছেন ভেতরে হাঁটুপানি ছিল।  পুরো রুমটা অন্ধকার ছিল।  তার জ্ঞান ছিল না।  ডুবে যাওয়ার সময় তার পেটেও পানি চলে যায়।  ১৩ ঘণ্টা ধরে ডুবে যাওয়া লঞ্চের ভেতরে তিনি কীভাবে থাকলেন, তার বক্তব্যে তা স্পষ্ট হয়নি।  সংশ্নিষ্ট অনেকের সঙ্গে এ বিষয়ে কথা বলে তার বিষেয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত সোমবার সকালে মর্নিং বার্ড নামের ছোট আকারের একটি লঞ্চ অর্ধশতাধিক যাত্রী নিয়ে সদরঘাটের অদূরে ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় মাত্র কয়েক সেকেন্ডেই ডুবে যায়।  এরপর মঙ্গলবার পর্যন্ত ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়।


হাসিবুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়