ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা উত্তরে আবারও অভিযান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৬, ৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা উত্তরে আবারও অভিযান

ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি করপোরেশন ৫৪টি ওয়ার্ডে আবারও অভিযান শুরু করছে।

শুক্রবার (৩ জুলাই) ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানিয়েছেন, আগামীকাল শনিবার (৪ জুলাই) থেকে ১০ দিনব্যাপী অভিযান শুরু হবে।

এর আগে প্রথম পর্যায়ে গত ৬ জুন থেকে ১০দিনের চিরুনি অভিযান শুরু হয়। অভিযানে ১ লাখ ৩৪ হাজার ১৩৫টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে মোট ১ হাজার ৬০১টিতে এডিস মশার লার্ভা এবং ৮৯ হাজার ৬২৬টি বাড়ি, স্থাপনায় এডিস মশা বংশ বিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। 

তথ‌্য বিশ্লেষণ করে ডিএনসিসির কর্মকর্তারা জানান, প্রায় ৬৭ ভাগ স্থাপনায় এডিসের বংশ বিস্তারের উপযোগী পরিবেশ বিরাজমান এবং প্রায় ১.২ ভাগ স্থাপনায় এডিসের লার্ভা পাওয়া যায়। অভিযানে ১৬০১টি স্থাপনায় এডিসের লার্ভা পাওয়ায় ২৪ লাখ টাকার বেশি জরিমানা করা হয়েছিল।


ঢাকা/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়