ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কমেছে জমি-ফ্ল্যাট নিবন্ধন ফি, ৫ জুলাই থেকে কার্যকর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৯, ৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কমেছে জমি-ফ্ল্যাট নিবন্ধন ফি, ৫ জুলাই থেকে কার্যকর

জমি ও ফ্ল্যাটের নিবন্ধন (রেজিস্ট্রেশন) ফি কমিয়েছে সরকার। ৫ জুলাই থেকে কার্যকর হবে নতুন নিবন্ধন ফি।  দলিলের দামের ২ শতাংশ হারে নিবন্ধন ফি ছিল, এখন তা কমিয়ে ১ শতাংশ করা হয়েছে।

২০১৪ সালের ২ ডিসেম্বর রেজিস্ট্রেশন ফি নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন সংশোধন করে গত বৃহস্পতিবার এ সংক্রান্ত নতুন ফি নির্ধারণ করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দলিলের দাম ১০ হাজার টাকার বেশি না হলে দামের ১ শতাংশ নিবন্ধন ফি দিতে হবে।  তবে সর্বনিম্ন ফি ১০০ টাকার কম হতে পারবে না। দলিলের দাম ১০ হাজার টাকার বেশি হলে দামের ১ শতাংশ হারে নিবন্ধন ফি দিতে হবে।

জমি ও ফ্ল্যাট নিবন্ধনের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি ৩ শতাংশ, মূল্য সংযোজন কর (ভ্যাট) ৩ শতাংশ ও স্থানীয় সরকার কর হিসেবে ২ শতাংশ অর্থ পরিশোধ করতে হতো।


নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়