ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লকডাউন এলাকায় অব্যবস্থাপনা নেই: ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪১, ৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
লকডাউন এলাকায় অব্যবস্থাপনা নেই: ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক বলেছেন, লকডাউন এলাকায় আমাদের কোনো অব্যবস্থাপনা নেই।  প্রতিটি কাজ আমরা সুচারুভাবে পালন করছি৷ তবে প্রথমদিন হিসেবে যদি কোনো ঘাটতি থেকে থাকে তা আগামী দিনগুলোতে ঠিক হয়ে যাবে।

শনিবার (৪ জুলাই) দুপুরে ওয়ারীর লকডাউন এলাকা ঘুরে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন।

এমদাদুল হক বলেন, আমাদের কোথাও কোনো গ্যাপ নেই। ই-কমার্স রয়েছে, ভ্যান সার্ভিস রয়েছে তারা বিভিন্ন খাবার দাবার নিয়ে ভেতরে অবস্থান করছে৷ ওষুধের ফার্মেসিগুলো খোলা রয়েছে।  দেড়শতাধিক স্বেচ্ছাসেবী তিন শিফটে কাজ করছে।  এছাড়া আমাদের কর্মকর্তা ও বর্জ্য ব্যবস্থাপনার লোকজন পরিষ্কার-পরিছন্নতা কাজে নিয়োজিত।

তিনি আরও বলেন, লকডাউন এলাকায় স্যাম্পল কালেকশন করা হচ্ছে।  এখানে দুইজন ডাক্তার রয়েছেন, যারা করোনায় আক্রান্ত ৪৬ জন রোগীর সঙ্গে যোগাযোগ রক্ষা এবং তাদের চিকিৎসা সহায়তা দিচ্ছেন।

লকডাউন এলাকায় যে অব্যবস্থাপনা চলছে সেটা কারা নিয়ন্ত্রণ করবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোথাও কোনো অব্যবস্থাপনা নেই।  আপনারা ঘুরে ঘুরে দেখে আসতে পারেন।  আজকে প্রথম দিন হয়তো কিছু সমস্যা থাকতে পারে।  আমাদের লোকজন রয়েছে পরবর্তী সময়ে সব ঠিক হয়ে যাবে। 

 

ঢাকা/নূর/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়