ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সিএমএইচের কারোনা ওয়ার্ডে ফ্রিজ-এসি দিলো নৌবাহিনী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০১, ৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সিএমএইচের কারোনা ওয়ার্ডে ফ্রিজ-এসি দিলো নৌবাহিনী

করোনা মোকাবিলায় সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) করোনা ওয়ার্ডের জন্য ২০টি ফ্রিজ ও ২০টি এসি দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

রোববার (০৫ জুলাই) নৌবাহিনীর পক্ষে নৌ সরবরাহ পরিদপ্তরের পরিচালক কমডোর এম মতিউর রহমান হাসপাতালের পরিচালকের কাছে এসব ফ্রিজ ও এসি হস্তান্তর করেন।

করোনা পরিস্থিতি মোকাবিলায় সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসা সেবায় ডাক্তার, নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। করোনা চিকিৎসার সুবিধার্থে নৌবাহিনী নিজস্ব তহবিল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে এসব সামগ্রী দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

এরইমধ্যে করোনা চিকিৎসায় নিয়োজিত রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দানকারী ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর পক্ষ থেকে ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), মাস্ক, গ্লাভস, বিশেষ নিরাপত্তা চশমা, স্যু প্রোটেকশান ডিস্পেন্সার, মেটাল ডিটেক্টর, আইআর থার্মোমিটার ও পলিব্যাগসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী দেওয়া হয়।


ঢাকা/হাসান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়