ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

এন্ড্রু কিশোর আন্তর্জাতিক অঙ্গনে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরেছেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
এন্ড্রু কিশোর আন্তর্জাতিক অঙ্গনে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরেছেন

জনপ্রিয় সংগীত শিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, এন্ড্রু কিশোর আন্তর্জাতিক অঙ্গনে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরতে অসামান্য অবদান রেখেছেন। তার মৃত্যুতে জাতি সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো।

সোমবার (৬ জুলাই) এক শোকবার্তায় মন্ত্রী বলেন, এন্ড্রু  কিশোর বাংলাদেশের সংগীত জগতের কিংবদন্তিতুল্য জনপ্রিয় কণ্ঠশিল্পী।

তার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি উল্লেখ করে মন্ত্রী বলেন, সংস্কৃতি চর্চায় তার অসামান্য অবদানের কারণে তিনি দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, অনুরাগী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

১৯৭৭ সালে ‘মেইল ট্রেন’সিনেমার মধ্য দিয়ে প্লে-ব্যাকে যাত্রা শুরু করেন এন্ড্রু কিশোর।  এরপর ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 

 

ঢাকা/হাসান/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়