ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নীলফামারীর পৌর মেয়রকে হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নীলফামারীর পৌর মেয়রকে হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

করোনাভাইরাসে আক্রান্ত নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদকে জরুরি ভিত্তিতে নীলফামারী থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় যেকোন ধরনের দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা সহায়তা দিয়ে আসছে। সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার লক্ষে বিমান বাহিনী জরুরি বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন সহায়তা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বিমান বাহিনী প্রধানের প্রয়োজনীয় দিক নির্দেশনায় মেডিক্যাল ইভাকোয়েশন মিশন পরিচালনা করা হয়।

বিমান বাহিনী এ মেডিক্যাল ইভাকোয়েশন মিশনের মাধ্যমে দেওয়ান কামাল আহমেদকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টারের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় নিয়ে আসে।

তাকে উন্নত চিকিৎসার জন্য শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

ঢাকা/হাসান/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়