ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মেডিক‌্যাল প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫১, ৯ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর টিকাটুলিতে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে মিজান (১৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে দুপুর ১টায় মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক বাচ্চু মিয়া।

মিজান ভোলা বোরহানউদ্দিন উপজেলার চরটিট্টা গ্রামের রফিক মুন্সির ছেলে। তিনি তার ভাইয়ের সঙ্গে টিকাটুলির নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন।

নিহতের বড় ভাই মাসুদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, তারা একসঙ্গে টিকাটুলির আর,কে মিশন রোডের জার্মান টাওয়ারের পাশে একটি নির্মাণাধীন ১১তলা ভবনের ছাদে কাজ করতেন। মিজান হেলপার হিসেবে কাজ করতেন। বৃষ্টির কারণে তারা পাশাপাশি দুটি ভবনের ছাদের ফাঁকা জায়গায় ত্রিপল টানিয়েছিলেন। সকালে সেই ত্রিপল খুলছিলেন মিজান। বাঁশের উপর পা দিয়ে দাঁড়িয়ে ত্রিপল খোলার সময় পা পিছলে নিচে পড়ে যান তিনি। এতে গুরুতর আহত হলে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

 

বুলবুল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়