ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনায় বাতিল ট্রেনের টিকিটের মূল্য ফেরত পাবেন যাত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৮, ১০ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় বাতিল ট্রেনের টিকিটের মূল্য ফেরত পাবেন যাত্রী

করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে সাধারণ ছুটি ঘোষণা করার কারণে বাতিল হওয়া ট্রেনের টিকিটের মূল্য ফেরত দেবে বাংলাদেশ রেলওয়ে।

বিক্রি হওয়া টিকিটের টাকা রিফান্ড সংক্রান্ত শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

এতে বলা হয়েছে, টিকিটের টাকার রিফান্ড আবেদন করা যাবে ১০-১৭ জুলাই পর্যন্ত। স্টেশন মাস্টারের কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই আবেদন করা যাবে। টাকা ফেরত পেতে উপযুক্ত প্রমাণ হিসাবে ক্রয় করা টিকিটের মূলকপি, অনলাইনে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রিন্টেড কপি, এনআইডির সত্যায়িত কপিসহ নিজ নিজ স্টেশন মাস্টারের মাধ্যমে সিসিএম পূর্ব চট্টগ্রাম বরাবর আবেদন করতে হবে।

করোনার কারণে গত ২৪ মার্চ সন্ধ্যা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। নিয়ম অনুযায়ী ১০ দিন আগে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হয়। ফলে অনেকেই সেই সময় অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন। কিন্তু ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় তারা আর যাত্রা করতে পারেননি। এই অবস্থায় ৩১ মার্চ পর্যন্ত অগ্রিম বিক্রি হওয়া ট্রেনের টিকিটের টাকা যাত্রীরা ফেরত পাবেন।

গত ৩১ মে থেকে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে বর্তমানে বিভিন্ন রুটে ১৭টি আন্তঃনগর ট্রেন চলাচল করছে।


ঢাকা/হাসান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়