ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভাড়াটিয়া কল্যাণ পরিষদের প্রতিবাদ সমাবেশ সোমবার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ১২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ভাড়াটিয়া কল্যাণ পরিষদের প্রতিবাদ সমাবেশ সোমবার

বাড়ি ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা কর্তৃক মারধরের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা করবে বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ পরিষদ।

রোববার (১২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা হবে।

ভাড়াটিয়া কল্যাণ পরিষদের সভাপতি এস এম আনিছুর রহমান খোকন বলেন, ঢাকা কলেজের শেষ বর্ষের ছাত্র সজিবসহ ৯ জন ছাত্র, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৩০ জন ছাত্র বাড়ি ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালারা তাদের মারধর করে বের করে দেয়।  এপ্রিল, মে ও জুনের বাড়ি ভাড়া ও অন্যান্য ট্যাক্স মওকুফসহ জুলাই থেকে ৫০ শতাংশ ভাড়া নেওয়ার লক্ষ্যে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

মানববন্ধনে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ নেতা ও কৃষক লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এম এ করিম, ন্যাপের চেয়ারম্যান মোসতাক আহমেদ ভাসানী, বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি, ভাড়াটিয়া কল্যাণ পরিষদের সহ-সভাপতি নজরুল ইসলাম নাজু, তপন চন্দ্র প্রমুখ।

 

 

হাসিবুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়