ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘পরিস্থিতি স্বাভাবিক হলেই শিক্ষাপ্রতিষ্ঠান স্বীকৃতি কার্যকর’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৫, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘পরিস্থিতি স্বাভাবিক হলেই শিক্ষাপ্রতিষ্ঠান স্বীকৃতি কার্যকর’

পাঠদানের অনুমোদন পাওয়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি কার্যক্রম চলমান রয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এটি দ্রুত কার্যকর করা হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও স্বীকৃতি কমিটির প্রধান সমন্বয়ক মোমিনুর রশিদ আমিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘এমপিওভুক্তির আগের ধাপ হচ্ছে স্বীকৃতি। যেসব প্রতিষ্ঠান তাদের যোগ্যতার ভিত্তিতে আবেদন করেছে তাদের ফাইল চালাচালি হচ্ছে। করোনার কারণে কার্যক্রম কিছুটা ধীর গতিতে চলছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুতই এটি কার্যকর হবে।’

সংশ্লিষ্টরা জানায়, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে গিয়ে গত দুই বছর প্রতিষ্ঠানের স্বীকৃতি দেওয়ার কাজ বন্ধ ছিল। ডা. দীপু মনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর স্বীকৃতি দেওয়ার কাজ নতুন করে শুরু হয়। আবেদন করা প্রতিষ্ঠানগুলো থেকে যোগ্যতা বিবেচনা করে স্বীকৃতি দেওয়া হবে। এরপর এসব প্রতিষ্ঠানকে ধীরে ধীরে এমপিওভুক্তির আওতায়ও আনা হবে।’

 

 

ঢাকা/ইয়ামিন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়