ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জাতীয় গৃহায়ণের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ৫ আগস্ট ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় গৃহায়ণের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ের প্রধান ফটক (ছবি : সংগৃহীত)

নিজস্ব প্রতিবেদক : প্লট জালিয়াতির অভিযোগে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্যসহ প্রাক্তন পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার রাজধানীর শাহবাগ থানায় এ মামলাটি (মামলা নং-০৩) দায়ের করা হয়েছে। দুদকের উপ-সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
 
মামলায় আসামিরা হলেন- জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্রাক্তন সদস্য (প্রকৌশল ও সমন্বয়) মো. ইকরামুজ্জামান, প্রাক্তন উপ-সহকারী প্রকৌশলী মোল্লা নওশের আলী, প্রাক্তন সহকারী প্রকৌশলী মো. মোজাম্মেল হক, প্রাক্তন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সমন্বয় ও উন্নয়ন) মো. নূরুল ইসলাম ও প্রাক্তন উচ্চমান সহকারী মো. হেদায়েতুল ইসলাম।

দুদক সূত্র জানায়, ১৯৯৭ সালের ২৫ জুন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ মো. ওমর ফারুক খান মুকুলের নামে রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় ১.৭৫ কাঠা আয়তনের রোড নং-৬ এর প্লট নং-১ বরাদ্দ দেয়। ওমর ফারুক প্লটটির সমুদয় ইজারা মূল্য পরিশোধ করেন। ওমর ফারুকের নামে প্লটটির বরাদ্দ বহাল থাকার পরও অভিযুক্তরা মিথ্যা তথ্য দিয়ে প্লটটি অবরাদ্দকৃত অবস্থায় রয়েছে বলে জানান এবং ওই প্লটের নতুন একটি নথি খুলে। পরবর্তী সময়ে তা মোহাম্মদ আলী সরকারের নামে বরাদ্দ দেওয়া হয়।
 

 

রাইজিংবিডি/ঢাকা/৫ আগস্ট ২০১৪/রহমান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়