ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

মানবাধিকার বেশি লঙ্ঘিত হয়েছে ১৯৭১ সালে : হায়দার আলী

মামুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ১০ ডিসেম্বর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মানবাধিকার বেশি লঙ্ঘিত হয়েছে ১৯৭১ সালে : হায়দার আলী

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলী বলেছেন, ১৯৭১ সালে মানবাধিকার সবচেয়ে বেশি লংঘিত হয়েছে।

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ আয়োজিত ৬৬ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ‘আইনের শাসন ও মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হায়দার আলী বলেন, ‘মুক্তিযুদ্ধ বিরোধীরা ছাড়া বাংলাদেশের এমন কোনো পরিবার নেই যে মুক্তিযুদ্ধের সময় নির্যাতন হয় নি। কারণ, আমরা ছিলাম নিরস্ত্র। মুক্তিযুদ্ধের সময় অনেক দেশ আমাদের সহযোগিতা করেছে আবার অনেক বড় বড় দেশ আমাদের বিরুদ্ধে ছিলো।’

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ ডিসেম্বর ২০১৪/মামুন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়